দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহতের ঘটনায় ১৩ আসামি রিমান্ডে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/ctg-flw-258309.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৩ আসামিকে তিন দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সফিউদ্দিন এ আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ১৩ আসামিকে আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাবুল নামে একজনের মৃত্যু হয়। রাতেই বিদ্রোহী প্রার্থী কাদেরসহ ২৬ জনকে আটক করে পুলিশ।
বুধবার সকালে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন