দুদক মহাপরিচালক মফিজুর আর নেই

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) মফিজুর রহমান ভুঞা আর নেই।
সোমবার (৮ মার্চ) রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসায় মারা যান।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মঙ্গলবার (৯ মার্চ) সকালে গণমাধ্যমকে মফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মফিজুর রহমান ভুঞা সিনিয়র জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা। তিনি জুডিশিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















