দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে শুভেচ্ছাদূত ঘোষণা করেছে দুদক। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়।
দুদকের পক্ষ থেকে সাকিব আল হাসানকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মহাপরিচালক মোহাম্মদ জাফর ইকবাল দুদকের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সাকিবের প্রশংসা করে দুদক চেয়ারম্যান বলেন, ‘সাকিব আমাদের গর্ব। নিজের প্রতিভা দিয়েই আজ সে বিশ্বসেরা। কিশোর এবং তরুণরা সাকিবকে প্রেরণা হিসেবে দেখতে পারে।’
ইকবাল মাহমুদ আরো বলেন, ‘সমাজের মূল চালিকাশক্তি হচ্ছে তরুণরা। যুব সমাজ যদি দুর্নীতির বিপক্ষে সাকিবের মতো প্রতিরোধ গড়ে তোলে, তবে দেশে আর কোনো দুর্নীতি থাকবে না।’
দুদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাকিব বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের মতো একটি সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমি অবশ্যই গর্বিত। আমার জন্য যদি একজন মানুষও দুর্নীতি থেকে দূরে থাকতে পারে তবেই আমি নিজেকে সফল মনে করব।’
দুদকের শুভেচ্ছা দূত হয়ে সাকিব আরো বলেন, ‘আজ থেকে আমি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শুরু করলাম নতুন যাত্রা। দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে।’
সাকিব বেশ কিছুদিন ধরে অবশ্য মাঠের বাইরেই রয়েছেন। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না তাঁর। এই কিছুদিন আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কনিষ্ঠা আঙুল ফেটে গিয়ে চোটাক্রান্ত হয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। টেস্টের জার্সিতে নামতে পারেননি নেতৃত্ব ফিরে পাওয়ার সিরিজে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন