ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে যুবলীগ নেতার রাজনীতি থেকে বিদায়
এক মন দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়য়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান।
বুধবার (২৫ অক্টোবর) ঢোলারহাট বাজার এলাকায় কয়েকশত মানুষের সম্মুখে তিনি এই ঘটনা ঘটান।
ইতিমধ্যে তার এই কর্মকান্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
৫০ বছর বয়সী বাবলুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ধর্মপুর এলাকার হোসেন আলীর ছেলে।
২৫ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোন পদ না পাওয়ার ক্ষোভে তিনি এক পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাবলুর রহমান।
বাবলুর দাবি করেন, প্রায় ২৫ বছর ধরে তিনি যুবলীগ করে আসছি। কিন্তু তার পরেও দল আমাকে মুল্যেয়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সাথে ঘোষনা দিচ্ছি আমি আর রাজনীতি করবোনা। এতোদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারন হয়েছি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।
ঢোলারহাট ইউনিয়নের যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, বাবলুর একসময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। সে বহিষ্কৃত, তার ব্যাপারে বেশ কিছু অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন বলেন, আমার কিছু বলার নাই। রাজনীতি ছেড়ে দিয়েছে এটা তার ব্যক্তিগত বিষয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন