দুবাইকে বিদায় করে কোয়ালিফায়ারে এমিরেটস
ব্যাটিং ও বোলিংয়ে নিখুঁত পারফরম্যান্স করলো এমআই এমিরেটস। দুবাই ক্যাপিটালসের দেওয়া ১৫২ রানের টার্গেট ১০০ বলেই ছুঁলো তারা। ৮ উইকেটের সহজ জয়ে দলটি গালফ জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো।
দুই ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে ফ্লেচার ও নিকোলাস পুরানের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭তম ওভারে ম্যাচ জিতে নেয় দুবাই। ২ উইকেটে তারা করে ১৫২ রান। ৪৮ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন তারা দুজন। ৪৫ বলে ফ্লেচার অপরাজিত ছিলেন ৬৮ রানে। পুরান ছিলেন আগ্রাসী, ৩৬ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও তিনি।
আগে ব্যাট করতে নেমে দুবাই ৫ উইকেটে ১৫১ রান করে। জর্জ মুনসি ফিফটি করলেও তা ছিল ধীরগতির। ৪৩ বলে ৫১ রান করেন তিনি। এছাড়া সিকান্দার রাজা ৩৮ ও রভম্যান পাওয়েল ৩০ রান করেন।
ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নিয়ে দুবাইয়ের লাগাম টেনে ধরেন। এসএ২০ শেষে এমিরেটসে যোগ দেওয়া রশিদ খান আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে ২ উইকেট নেন ।
শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে গালফ ও এমিরেটস। বিজয়ী দল আগামী রোববার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ফাইনালে খেলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন