দু’মাস আগেই ম্যাটিসকে বিদায় করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ফেব্র“য়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন। তবে তার ওপর ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাটিসকে দুই মাস আগেই বিদায় করে দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে আগামী ১ জানুয়ারি থেকে উপপ্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান দায়িত্ব পালন করবেন। খবর সিএনএনের।

জেমস ম্যাটিস গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ২৮ ফেব্র“য়ারি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ম্যাটিস। পররাষ্ট্রনীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধের জের ধরেই এ সিদ্ধান্ত নেন তিনি।

বিরোধের অন্যতম কারণ হচ্ছে, সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার এবং আফগানিস্তান থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের পরিকল্পনার বিষয়টি। পদত্যাগপত্রে ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন ম্যাটিস।

হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ম্যাটিসের পদত্যাগ নিয়ে এত বেশি আলোচনা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে।

শানাহানকে নিয়োগের ঘোষণা দিয়ে ট্রাম্প এক টুইটার বার্তায় বোয়িংয়ের সাবেক সহনির্বাহী শানাহানকে প্রশংসায় ভাসান। ট্রাম্প বলেন, ‘প্যাট্রিক শানাহান খুবই প্রতিভাবান এবং তার বহু অর্জন রয়েছে।’