দুর্গাপুরে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষন কমিটির আয়োজনে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিটির আহবায়ক আনিসুল হক সুমন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুর রহিম, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, কমিটির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম জীবন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক ছাত্রসমাবেশে প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব। এসময় ‘‘বীর বাঙালি অস্ত্র ধরো – বাংলাদেশ স্বাধীন করো’’ শ্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। নতুন প্রজন্মের কাছে সকলকে মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস তুলে ধরার আহবান জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন