দুর্গাপুরে নিষিদ্ধ মদসহ,স্বামী—স্ত্রী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/Mod-pic-11-707x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভারত থেকে চোরাইপথে আসা ভারতীয় মদ লুকানো ছিল বসত ঘরের খাটের নিচে। অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সেই সময় মাদক কারবারে জড়িত থাকা স্বামী—স্ত্রী কে আটক করা হয়।
ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের।
১০ ডিসেম্ভর রবিবার বিকেল অভিযান চালিয়ে মদ উদ্ধারসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো,স্বামী কাউসার মিয়া(৩৬)ও স্ত্রী সনিয়া(২৭)। তারা ভারত থেকে চুরাইপথে মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি করে খাটের নিচে থাকা ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারে জড়িত স্বামী—স্ত্রীকে আটক করে থানা হেফাজতে আনা হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ—পরিদর্শক(এসআই)লিটন মিয়া জানান,এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যাক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন