দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন
ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আরও ৩ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়।
এর আগে দুই দফায় মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এরই মধ্যে ভারতে ইলিশ রপ্তানিকারক অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর আবেদন করার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করেছে।
তবে, মেয়াদ বাড়ানোর আওতায় অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি প্রতিষ্ঠান বর্ধিত সময়ে ইলিশ রপ্তানির সুযোগ পাবে। এসব প্রতিষ্ঠান আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইতোপূর্বে আরোপিত শর্ত প্রতিপালন সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবে।
মেয়াদ বাড়ানোর জন্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স রিপা এন্টারপ্রাইজ, টাইগার ট্রেডিং, অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল, ক্যাপিটাল এক্সপোর্ট ইমপোর্ট অ্যান্ড কোম্পানি, আরিফ সি ফুড, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, পপুলার ট্রেড সিন্ডিকেট ও ইউনিক কনসোর্টিয়াম লিমিটেড।
দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে প্রথম দফায় গত ৪ সেপ্টেম্বর ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার পর দ্বিতীয় দফায় আরও ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।
প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ৫০ টন, দ্বিতীয় দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন