দুর্গোৎসবে ৬ দিনের ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দর
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে উপলক্ষে দেশের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানীতে ৬ দিনের উৎসব ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে প্রেস ব্রিফিং মাধ্যমে পঞ্চগড় আমদানি-রপ্তানীকারক এসোসিয়েশন স্থলবন্দর বন্ধের ঘোষণা নিশ্চিত করেন।
আমদানি-রপ্তানীকারক এসোসিয়েশন সভাপতি আব্দুল লতিফ তারিন তিনি জানান, আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন সনাতন ধর্মবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৭ অক্টোবর সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানীর কার্যক্রম পূর্ণাঙ্গ ভাবে চালু হবে।
এদিকে সরকারি ছুটি ঘোষণা না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন