দেশব্যাপী টিসিবির পণ্য বেচা বন্ধ
শব্যাপী খোলা ট্রাকে পণ্য বেচা বন্ধ করে দিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি বলছে, চাহিদা না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও ভিন্ন কথা ডিলারদের। তাদের দাবি, ভোক্তা চাহিদা থাকার পরও এ সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।
গত ১৫ মে থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে ডাল, ছোলা, খেজুর, চিনি, সয়াবিন বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। রমজান উপলক্ষে শুরু এই কার্যক্রম চাহিদা সাপেক্ষে ঈদের আগের দিন পর্যন্ত চালু রাখার কথা থাকলেও ৭ দিন আগেই গত সোমবার খোলা ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করে দেয় সংস্থাটি। কর্তৃপক্ষ বলছে, দেশব্যাপী চলা পণ্য বিক্রি কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
তবে, রাজধানীর দু’একটি স্থানে দেখা গেছে এখনও আছে টিসিবির ট্রাক। যেখানে এতো দিনের অবিক্রিত পণ্য বিক্রি করছেন ডিলাররা। তাদের দাবি, পর্যাপ্ত চাহিদা থাকার পরও কার্যক্রম বন্ধ করে দিয়েছে টিসিবি।
তবে, ডিলাররদের এই দাবিকে ভিত্তিহীন বলছে টিসিবি।
খোলা ট্রাকে পণ্য বিক্রি বন্ধ হলেও রাজধানীর সাড়ে ৩শ’সহ সারাদেশে ২ হাজারের বেশি টিসিবির ডিলার পয়েন্টে বিক্রি কার্যক্রম চলছে জানিয়েছে টিসিবি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন