দেশে ফিরবে ভূমধ্যসাগরে আটকে পড়া ৬৪ বাংলাদেশি
১৭ দিন ধরে তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে আটকে থাকা ৬৪ বাংলাদেশি অভিবাসী অবশেষে দেশে ফিরতে রাজি হয়েছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নৌকায় গিয়ে বোঝানোর পর রাজি হন তারা।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকায় গিয়েছিলেন এবং তাদের বাড়ি ফিরে আসার জন্য আশ্বস্ত করেছিলেন। এরপর রাজি হয় তারা।
জানা গেছে, অভিবাসীদের সাথে তাদেরকে কয়েক ঘন্টা সময় ধরে আলোচনা করতে হয়েছে। পরে তাদেরকে দেশে ফিরতে রাজি করাতে সক্ষম হন কর্মকর্তারা।
বাংলাদেশি অভিবাসীদের প্রথমে তিউনিশিয়ার ভূমিতে আনা হবে এবং পরে তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।
জানা গেছে, বিমানবন্দরে এসব অভিবাসীকে দেশে ফেরার জন্য টিকিট সরবরাহ করবে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন