‘সরকারকে হটাতে দেশে-বিদেশে গোপন বৈঠক চলছে’

সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশে-বিদেশে গোপন বৈঠক চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে ইয়ুথক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মিসভায় কাদের এ দাবি করেন।

আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি পালন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। জনসভা সফল করতে আজকের কর্মিসভা অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরাজয় নিশ্চিত জেনে চক্রান্তের চোরাগলি পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি। এসব বিষয়ে সরকার নজর রাখছে। সরকারবিরোধী কোনো ষড়যন্ত্র সফল হবে না।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া জেলে যাওয়ার পর দেশে-বিদেশে চলছে ষড়যন্ত্র।

কাদের বলেন, ‘দেশে-বিদেশে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য চক্রান্ত চলছে। এই চক্রান্তের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। কোথায় কোথায় এই সব গোপন বৈঠক হচ্ছে আমরা জানি।’

সরকারবিরোধী যেকোনো ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে জানিয়ে দলের নেতা-কর্মীদের সর্তক থাকার আহ্বান জানান দলটির নেতা।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের ঐক্যে ফাটল ধরানোর জন্য চক্রান্ত আছে। চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না। এই সময় আমাদের ধৈর্য ধরতে হবে ঠান্ডা মাথায়। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কাউকে আক্রমণ করব না। আক্রান্ত হলে পাল্টা জবাব দেব।’