দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে: সচিব নাসিমুল গনি

পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি মহোদয়ের সাথে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, নিজের ভুল ত্রুটি গুলো সংশোধন করে এই দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা দিন দিন উন্নতি করছি, চেষ্টা করছি কিভাবে আরো ভালো সেবা দিতে পারি।
এসময় মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ, স্থানীয় সরকার উপপরিচালক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, বিজিবি সেক্টর পরিচালক ইফতেখার, সিভিল সার্জন নূয়েন খীসা সহ জেলার সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন