‘দেসপাসিতো’ নিষিদ্ধ করলো মালয়েশিয়া

গানের কথায় অশ্লীল শব্দ ব্যবহার করায় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত গানগুলোর একটি ‘দেসপাসিতো’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। পুয়ের্তো রিকোর সঙ্গীতশিল্পী লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকির গাওয়া এই গানটি বিশ্ব সঙ্গীতজগতে ঝড় তুলেছে। ইন্টারনেটে সবচেয়ে বেশি বার দেখা হয়েছে স্প্যানিশ ভাষায় গাওয়া এই গানটি।

সম্প্রতি রেকর্ড কোম্পানি ইউনিভার্সাল মিউজিক লাতিন এন্টারটেইনমেন্ট জানায়, এ পর্যন্ত পুরো বিশ্বে ৪৬০ কোটির বেশিবার স্ট্রিম হয়েছে ‘দেসপাসিতো’ গানটি। লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকি কানাডার জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে একটি ইংরেজি সংস্করণও তৈরি করেছিলেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় গত বুধবার গানটি নিষিদ্ধ করা হয়। দেশটির যোগাযোগ মন্ত্রী সালেহ সাইদ কেরুয়াক বলেন, ‘রাষ্ট্রীয় গণমাধ্যমে এটি আর সম্প্রচার করা হবে না। কারণ বহু মানুষ এটি নিযে আপত্তি তুলেছে। ‘

সূত্র: ফরেইন পলিসি