দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন মামুন-অর-রশিদ
দেশের বহুল প্রচলিত জাতীয় দৈনিক বর্তমান এর বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পেয়েছেন মামুন-অর-রশিদ। তিনি বিগত দিনে বরিশালের আঞ্চলিক দৈনিক দক্ষিণাঞ্চল, বরিশালের কাগজ, দখিনের সময়, আজকের বরিশাল, দখিনের মুখ, ও বরিশাল সময় পত্রিকায় কাজ করেছেন।
তাছাড়া দৈনিক আমাদের নতুন সময়ে দীর্ঘ কয়েক বছর ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি বিএফইউজে’র অন্তর্ভুক্ত বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন এবং পেশাদার সাংবাদিকদের একক সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাথে যুক্ত রয়েছেন।
২০০৭ সালে মাস্টার্স সম্পন্ন করে তিনি লেখালেখির সাথে যুক্ত হন। এরপর থেকে একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি সুনামের সাথে রিপোর্টিংয়ে কাজ করে যাচ্ছেন। সদালপী ও ধর্মভীড়ু এই সংবাদকর্মীর সচ্ছতার সুনামের পাশাপাশি সর্বমহলেই কমবেশি গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি নতুন এই দায়িত্ব পালনে সংস্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
এদিকে দৈনিক বর্তমানের বরিশালে ফটো সাংবাদিক হিসেবে নিয়োগ পেয়েছেন পারভেজ সরদার। তিনিও বরিশালের একজন সুপরিচিত সাংবাদিক। বরিশাল প্রেস ক্লাবের সাথে যুক্ত রয়েছেন তিনি। তিনিও সহকর্মী সহ সকলের সহযোগিতা চেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন