দ্বিতীয় দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট কী তবে বিশ্বাসঘাতকতা শুরু করে দিল মুশফিকুর রহীমদের সঙ্গে? টস জিতে ব্যাট করতে নামার পর নাথান লিওনের বলের সামনে যখন একের পর এক খাবি খাচ্ছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা, তখন মনে হচ্ছিল এবারও বুঝি ঢাকার মত উইকেট বানানো হয়েছে!
কিন্তু দ্বিতীয় দিন লাঞ্চের আগে টাইগারদের অলআউট করে দেয়ার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পরই এই ধারনা বদলে যেতে শুরু করে। বদলে দিতে থাকেন অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং সহ-অধিনায়ক। স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। হাফ সেঞ্চুরি করে স্মিথ বিদায় নিলেও তার দেখানো পথটাকে বেশ আপনই করে নিয়েছেন চার নম্বরে নামা পিটার হ্যান্ডসকম্ব। ডেভিড ওয়ার্নার তো আছেনই।
দ্বিতীয় দিন শেষে তাই বলতেই হচ্ছে চট্টগ্রাম টেস্টে এখন চালকের আসনে অস্ট্রেলিয়া। কারণ, সারা দিনে অস্ট্রেলিয়ার মাত্র ২টি উইকেটের পতন ঘটাতে পেরেছেন মোস্তাফিজ-তাইজুলরা। দিন শেষে তাদের রান ২ উইকেট হারিয়ে ২২৫। বাংলাদেশের চেয়ে এখনও ৮০ রান পিছিয়ে তারা। তবুও, বলা যায় ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়াই। ওয়ার্নার এবং হ্যান্ডসকম্ব পুরোপুরি সেট হয়ে গেছেন উইকেটে। তারা দু’জন রয়েছেন যথাক্রমে ৮৮ এবং ৬৯ রানে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















