‘ধমক দিয়ে কিছু পাবে না কোটা আন্দোলনকারীরা’
ধমক দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায় করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং পাঁচ দফা দাবি মেনে ৩১ আগস্টের মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিতে সময় বেঁধে দেয় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, ধমক দিয়ে তার কাছ থেকে কিছু আদায় করা যাবে না। আল্টিমেটাম দিয়ে শেখ হাসিনার কাছ থেকে অন্তত সুবিধা আদায় করা যাবে না।’
তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি- কোটা আন্দোলন যারা করেন, তাদেরকে আমি সুখবর দিতে চাই। কিছু দিন ধৈর্য ধরতে অসুবিধা কি! একটা ব্যালেন্স সিস্টেম চালু করার জন্য কিছুটা সময় লাগছে, তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য কিছুটা সময় লাগছে। এটা এখন অনেকদূর এগিয়েছে। আমরাও সমাধানের পথ খুঁজছি। ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি তাদেরকে অনুরোধ করব- আস্থা রাখুন শেখ হাসিনার ওপর। কিশোর ছাত্রছাত্রীদের ৯ দফা দাবি আমরা মেনে নিয়েছি অক্ষরে অক্ষরে। প্রতিশ্রুতি আমরা পূরণ করব। আজও একটা আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দ্রুত আন্ডারপাস নির্মাণের জন্য সেনাবাহিনীকে একাজ দেয়া হয়েছে।’
এসময় ১৫ আগস্ট বিএনপি নেত্রীর জন্মদিন পালন নিয়ে তিনি বলেন, ‘আমি একটা কথাই বলতে চাই- ১৫ আগস্ট জন্মদিন পালন না করে খালেদা জিয়ার জন্য বিএনপি দোয়া মাহফিল আযোজন করেছে। এর অর্থ কী এটা যে, ১৫ আগস্ট বেগম জিয়ার ভুয়া জন্ম দিবস? ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে এটা থেকে সরে এসেছে বিএনপি?’
ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট যারা ভুয়া জন্মদিবস পালন করে, সেই দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকার সুযোগ নেই। বেগম জিয়ার পাঁচটা জন্মদিন। কোনটা সঠিক এটা বিএনপিকে আগে পরিষ্কার করতে হবে। তারপরে আমরা ভেবে দেখব- তাদের সঙ্গে কথা বলা যায় কিনা?’
বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে তিনি বলেন, ‘দিনক্ষণ দিয়ে ইতিহাসে কোনদিন কোনো আন্দোলন হয়নি, বাংলাদেশেও হয়নি। দিনক্ষণ দিয়ে যে আন্দোলন হয় না গত নয় বছরে বিএনপির দিনক্ষণের আন্দোলনের ব্যর্থতাই তার বড় প্রমাণ।’
স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সালানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া, বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া, স্বাচিপ মহাসচিব ডা. মো. আবদুল আজিজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন