ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন বলছেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মার্কিন এক নারী। তার এমন অভিযোগের পর হইচই পড়ে গেছে ফুটলাঙ্গনে। আর এই বিষয়টি তুলে ধরেছে জার্মানের একটি ম্যাগাজিন।
আর এ অভিযোগ ভিত্তিহীন বলছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনস্ট্রাগ্রামে তিনি বলেন, ‘না, না, না, না। যা বলা হচ্ছে, তা ফেক নিউজ। আমার নাম ব্যবহার করে প্রচারে আসাই উদ্দেশ্য। এটা স্বাভাবিক ব্যাপার। আমার নাম বলে ওরা বিখ্যাত হতে চাইছে। তবে আমি খুশি আছি। সব ভালই আছে।’
সম্প্রতি জার্মান ম্যাগাজিন দের স্পিলগেলে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ক্যাথরিন মায়োরগা নামে এক নারী অভিযোগ করে বলেন, ২০০৯ সালে লাস ভেগাসের পামস প্লেস হোটেলে তাকে ধর্ষণ করে রোনালদো।
এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খেলার বিষয়ে ওই নারী জানান, বিষয়টি গোপন রাখার শর্তে রোনালদো তাকে তিন লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন।
এমন অভিযোগের কারণে রোনালদোর আইনজীবী ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন