ধান মাড়াই ট্রলি নিয়ে বাড়ি ফেরা হলো না ইয়াসিনের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/8888.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক ও ধান মাড়াই ট্রলির সাথে সংঘর্ষে ইয়াসিন আলী বাবু (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই জন আহত হয়েছে।
শনিবার (১ মে) দুপুরে উপজেলার ভোটমারী এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ইয়াসিন আলী বাবু উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
আর আহতরা হলেন নিহতের ছোট ভাই ইমরান (২০) ও একই গ্রামের জাহেদুর রহমান (২৫)।
জানা যায়, ধান মাড়াই করা শ্যালো মেশিন চালিত একটি ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলো তারা। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক ধান মাড়াইয়ের ট্রলিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে যায় ট্রলিতে থাকা তিন জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। এমসয় আর অপর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচা কলেজ শিক্ষক মাহাবুব হোসেন জানান, ইয়াসিন ধান মাড়াই করার জন্য ট্রলি আনতে গিয়েছিল। পথে ট্রাক চাপায় তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন