ধানমন্ডিতে গাছচাপায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/dhanmondi-20180511121702.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর ধানমন্ডি লেকে একটি গাছের চাপায় মোস্তাফিজুর রহমান নামে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোহাম্মদপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান বিআইডিএ’র প্রকৌশলী। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে অ্যাটাচমেন্টে ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন