ধানমন্ডিতে ব্লেড জখমে ক্ষতবিক্ষত গৃহকর্মী মেরুনার শরীর
ধানমন্ডির একটি বাসায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শিশুর বাবার অভিযোগ, শিশুর শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রীকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
রায়েরবাজার গৃহকর্মীর নিজ বাসায় নির্যাতনকারীকে আটকে রাখে এলাকাবাসী। দীর্ঘদিন গৃহকর্মীকে তার বাসায় ফিরতে না দিলেও বুধবার (১৯ জুলাই) অনেক অনুরোধ করে মেয়েকে ঘরে ফিরিয়ে আনে তার বাবা।
রাতেই গৃহকর্মীকে ধানমন্ডির বাসায় ফিরিয়ে আনতে গৃহকর্ত্রীও তাদের সাথে রায়েরবাজারে আসেন। বাসায় এসে মেরুনার মাথা, শরীর ও কোমরে ব্লেড দিয়ে জখমের চিহ্ন দেখে আঁতকে ওঠে পরিবার।
মেরুনার শরীরে নির্যাতনের চিহ্ন দেখে গৃহকর্ত্রীকে আটকে রাখে এলাকাবাসী। কয়েক ঘন্টা পর রায়েরবাজারে এসে নির্যাতনকারীকে উদ্ধার করে পুলিশ। তবে এমন অভিযোগের কথা অস্বীকার করে গৃহকর্ত্রী।
এ ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ করেছে ভূক্তভোগীর পরিবার। অভিযোগ আমলে নিলেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বারবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
অনুরোধ সত্ত্বেও নির্যাতিত শিশুর ছবি গণমাধ্যমে প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন