নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
নওগাঁর ধামইরহাট সীমান্তে সিফাতুল ইসলাম সিফাত নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
সোমবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭ এস সীমান্ত পিলার এলাকার ভূলকীপাড়া থেকে তাকে আটক করে।
আটককৃত সিফাতুল ইসলাম সিফাত উপজেলার চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।
স্বজনরা জানান, রোববার রাতে সিফাতুল ইসলাম সিফাতসহ কয়েকজন গরু আনতে সীমান্তে যান। ফেরার পথে চকিলাম বিওপির নিকটস্থ ২৬৭(৫) এস সীমান্ত পিলার এলাকায় বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও সিফাতুল ইসলাম সিফাতকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বিএসএফের বরাত দিয়ে পত্নীতলা ১৪-বিজিবি চকিলাম ক্যাম্পের নায়েব সুবাদার গোলাম কবীর জানান, বেলা ১১টার দিকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় মামলা দিয়ে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন