নওগাঁয় কলাবাগানে মাটির নিচে মিললো সাড়ে ২৭ কেজি গাঁজা!
নওগাঁয় অভিনব কায়দায় কলাবাগানের মাটির নিচে লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যেরা।
এ সময় এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
ওই নারীর নাম মোছা. কুলসুম (৩৫)। তিনি জেলার বদলগাছী উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটা অপারেশন দল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জেলার বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলাবাগানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বামী আব্দুল জলিল পালিয়ে গেলেও স্ত্রী কুলসুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুলসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা করা হয়েছে।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন