নওগাঁয় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁয় ব্যাপক আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে নওগাঁ জেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সংগঠনটির জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর মিল্লাত চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ নওজোয়ান মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ করেন। পরে নওগাঁ নওজোয়ান মাঠে আয়োজিত সমাবেশে এসে সমবেত হন সংগঠনের নেতাকর্মী। নওগাঁ জেলা কৃষক দলের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম (চঞ্চলের) সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা বি এন পির আহবায়ক আবু বক্কর নানু। উদ্বোধক হিসাবে সমাবেশ উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বি এন পির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ।
সমাবেশে বক্তরা বক্তব্যে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে কৃষি সেক্টরকে ধবংস করার মাধ্যমে কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছিলেন। সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে আমাদের সকল নেতাকর্মীদের মামলা হামলায় জর্জরিত করে রেখে তার কর্মীবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্মম হত্যাকান্ড ও পাশবিক নির্যাতনের শিকারে পরিনিত করে রাখা হয়েছে।
গত ৫ ই আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। এ সময় কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুলতান মামুনুর রশিদ মামুন সিনিঃ-যুন্গ আহবায়ক জেলা কৃষকদল নওগাঁ, এস এম সহিদুজ্জামান সোহান যুন্গ আহবায়ক নওগাঁ জেলা কৃষকদল।
এ কে এম নমিনুল হক ছানা যুন্গ আহবায়ক নওগাঁ জেলা কৃষকদল, মোঃ-এমদাদুল হক সুলতান আহবায়ক মান্দা উপজেলা কৃষকদল প্রমুখ সহ কৃষকদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন