নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ জেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নওগাঁ জেলা কার্যালয়ে, নওগাঁ জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৫ টার সময় একটি বর্ণাঢ্য র্যালী জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মফস্বল ফোরামের নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন বিজয় টিভি, ভোরের আলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মো:মোকসেদ আলি, সভাপতি জিয়া পরিষদ নওগাঁ শাখা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাে:হাবিবুর রহমান মোহনা টিভি, দৈনিক নিরপেক্ষ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম মোস্তাক আহমেদ দৈনিক আজকের খবর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল।
দৈনিক নিরপেক্ষ নওগাঁ সদর পত্রিকা ও দৈনিক লোকালই সহ-সাংগঠনিক সম্পাদক জাইদুল হক মিন্টু দৈনিক গণমানুষের আওয়াজ অর্থ সম্পাদক শহীদ প্রামানিক দৈনিক প্রজন্মের আলো, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা News 21 Tv প্রচার ও প্রকাশনা সম্পাদক খুরসু বাশার দৈনিক এশিয়ার বাণী, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা আলী দৈনিক ঘোষণা।
গণমাধ্যম বিষয়ক সম্পাদক ফায়সাল আহমেদ দৈনিক আজকের দর্পণ। উক্ত অনুষ্ঠানে অতিথি বিন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন মো:মোকসেদ আলি, সভাপতি জিয়া পরিষদ নওগাঁ শাখা, আব্দুস সাত্তার সামাজিক সংগঠন শুভ সকাল নওগাঁ, আব্দুল আক্তার হোসেন মুকুল সামাজিক সংগঠন সকাল সন্ধ্যা নওগাঁ, আলহাজ্ব মঈউদ্দিন সহ-সভাপতি গাঁজা অংশীদার নওগাঁ।
এসএম সারোয়ার হোসেন সমাজসেবক, মো: আমিনুল ইসলাম লিপু সমাজসেবক, এস এম হামিদ সাংস্কৃতিক কর্মী। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিএমএসএফ এর ১৪দফা দাবির দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন