নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/07/Untitled-1-78.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
শুক্রবার (৫ জুলাই) বিকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থবারের আয়োজনের উদ্বোধন করেন।
এসময় নওগাঁ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি গোলাম মওলা এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এবারের আয়োজনে বিভিন্ন জেলার মোট ১৪ টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ প্রবাহ সংসদ ও টাঙ্গাইল জেলাদল মুখোমুখি হয়।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ২০১৮ সালে প্রথমবার আয়োজন করা হয় আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন