নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপে কামড়ে যুবকের করুণ মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলার মোল্লাপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক দুইটার দিকে রশিদুল নামের ওই যুবকে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন।

প্রথমে তিনি চিকিৎসার জন্য স্থানীয় কবিরাজদের শরণাপন্ন হলেও এতে মূল্যবান সময় নষ্ট করে পরে রাজশাহী বিভাগীয় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যু রশিদুলকে বাড়িতে আনা হলে পুনরায় বাড়িতে নিয়ে রবিবার (২৪ আগষ্ট) সকালে আরেকজন কবিরাজ জানান, রোগীর প্রাণ আছে এবং তিনি চিকিৎসা করবেন। দীর্ঘ প্রায় এক ঘণ্টা কবিরাজি ঝাড়ফুঁক দেবার পর অবশেষে কবিরাজ নিজেই রুগীর মৃত্যু হয়েছে বলে জানান।

এলাকার সচেতন মহল জানান, বর্তমানে সাপে কামড়ানো রুগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি চিকিৎসায় ভর্তি না করিয়ে কবিরাজি ঝাড়ফুঁক চিকিৎসার কারনে তার মৃত্যু ঘটেছে। সাপে কামড়ানো সঙ্গে সঙ্গে কবিরাজি ঝাড়ফুঁক না দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করানো হলে এমনটা হয়তোবা হতোনা। গ্রামের তরুণ রশিদুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।