নওগাঁর আত্রাইয়ে বিস্ফোরক মামলায় একজন গ্রেফতার

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় জড়িত সন্দেহে জুয়েল হোসেন (৩৭) নামে এক আওয়ামীলীগ সমর্থককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার জুয়েল উপজেলার খড়িপুকুর গ্রামের নওশের আলীর ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন জানান, সম্প্রতি আত্রাই থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়। ওই দায়েরকৃত মামলায় জরিত সন্দেহে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার জুয়েল এলাকার আওয়ামীলীগ সমর্থক বলে জানা গেছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।