নওগাঁর ধামইরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউপিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে ০১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সু্ত্রে জানাগেছে, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সোমবার ১৬ মে ২০২২ ইং তারিখ ১৪.০৫ ঘটিকার সময় ধামইরহাট উপজেলাধীন জাহানপুর ইউপি এর কোকিল গ্রামের ডাঙাপাড়াস্থ শাহাপুরবাজার-নয়াপুকুর-নানাইচ গামী রাস্তার মোড়ের দক্ষিণে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উপজেলার মনিপুর(রামরামপুর) এর মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ মিঠু ওরফে মিঠুন (৪৮) কে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।

আটককৃত মোঃ মিঠু ওরফে মিঠুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জানায়। পরবর্তীতে আটককৃত এর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উক্ত প্রেস বিজ্ঞপ্তি সু্ত্রে জানাগেছে।