নওগাঁর পত্নীতলায় আশ্রয় এনসিওর মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা আশ্রয় এনসিওর প্রকল্পের অন্তর্ভক্ত ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশের সহায়তায় আশ্রয় এনসিওর প্রকল্প কর্তৃক র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে স্ব স্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সভাপতিত্বে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয় এনসিওর প্রকল্প পত্নীতলার উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, ইডিসি কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ এবং আশ্রয় এনসিওর প্রকল্প পত্নীতলার সকল কর্মীবৃন্দ।