নওগাঁর পত্নীতলায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও পরিপূর্ণ সুস্হ হয়ে নিরাপদে দেশবাসীর নিকট ফেরত আসার লক্ষ্যে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাফিউল মুসাব্বির শাফির পক্ষ থেকে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজ শেষে নজিপুর পৌর এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোবাইর ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা বিল্লা, কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর আলী রিপন, পত্নীতলা থানা ছাত্রদল নেতা সাইদ, সাব্বির, সজল, সাকিব সহ অন্যান্য ছাত্রদলের নেতাকর্মীরা।