নওগাঁর পত্নীতলায় ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধে মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


দেশের বিভিন্ন যায়গায় ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধে নওগাঁর পত্নীতলায় মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা সদর নজিপুরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার- নওগাঁ জেলার আয়োজনে অনুষ্ঠিত উক্ত ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজি এম্বাসিডর সাজেদুর রহমান দুলাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, বিএনপি নেতা আব্দুল মালেক, এনজিও প্রতিনিধি আছির উদ্দিন, সুকমল রায়, তহমিনা খাতুন, মিজানুর রহমান, রোভার স্কাউট মাসুমুল হক সিয়াম, শিক্ষার্থীবৃন্দ, ইয়ুথ হাঙ্গারের সদস্যবৃন্দ প্রমুখ।
এসময় প্রতিবাদে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, নারী ও কন্যা শিশুর নিরাপত্তা চাই, মুখ বন্ধ রাখলেই অন্যায় জয়ী হবে এমনসব শ্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন