নওগাঁর পত্নীতলার আমাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন
নওগাঁর পত্নীতলায় শবিবার বিকালে উপজেলার কুন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাইড় ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।
পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষনার পর আমাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আমাইড় ইউপির চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চক্রবর্তী, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র ও পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অমূল্য রতন দাস, নওগাঁ জেলা পরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান ও এস.এম শাহীন চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সোলাইমান আলী, কৃষি বিষয়ক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, নওগাঁ জেলা পরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝরনা।
আমাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তা।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মোস্তাফিজুর রহমান দুলালকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৬৯ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন