নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG_20220928_182434-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মোছাহাক আলী, শিক্ষা অফিসার মোখলেছুর রহমান।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সুধীজন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন