নওগাঁর পত্নীতলায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মানব বন্ধন

নওগাঁর পত্নীতলা উপজলোর দুইটি ইউনিয়নে গত ইউপি নির্বাচনে বিদ্রোহী ২জন প্রার্থীকে এবার নৌকা প্রতকি দেওয়ার প্রতিবাদে সোমবার উপজলো সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা পরবিার, পত্নীতলা ও মাটন্দির ইউনয়িন আওয়ামীলীগ ও স্বাধীনতার স্বপক্ষে ইউনয়িনবাসীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে।

 
আগামী ৫জানুয়ারী পঞ্চম ধাপে পত্নীতলা উপজলোয় স্থানীয় ১১ ইউপির নির্বাচন। উক্ত নির্বাচনে পত্নীতলা ইউনিয়ন এবং মাটন্দির ইউনয়িনে গত নির্বাচনে ২জন বদ্রিোহী প্রার্থীকে নৌকা প্রতিক দেয়ায় তা বাতিলের দাবিতে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ইউনয়িনবাসীররে পক্ষে মানববন্ধন করে অত্র ইউনিয়নর আওয়ামীলীগরে নতৃবৃন্দ সহ কর্মীরা।

 

মানববন্ধনে উপস্থতি ছিলেন পত্নীতলা ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশি পত্নীতলা ইউনয়িন আওয়ামীলীগরে সাধারন সম্পাদক আবুল কাশমে, ওবায়দুল ইসলাম স্বপন, সহ-সভাপতি মাহবুবুল আলম হলোল ও লাল শাহ্, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনকি সম্পাদক আবু তাহরে, মুক্তযিোদ্ধা সন্তান রাসলে হোসনে, মাটন্দির ইউনয়িন আওয়ামীলীগরে সভাপত িসুলতান মাহমুদ, সাবকে চয়োরম্যান নুরুল ইসলাম, মাটন্দির ইউনয়িন আওয়ামীলীগরে প্রচার সম্পাদক ফয়জে উদ্দীন, আব্দুল জললি, ওয়ার্ড সভাপত িইউনুছ আলী, আব্দুল মান্নান, আফজাল হোসনে, সক্রেটোরী জয়নাল আবদেীন, আবুল কালাম সহ অন্যান্য নত্রেীবৃন্দ ও কর্মীরা। এসময় মানববন্ধন েনৌকার মাঝ িপরবির্তন চয়ে েকন্দ্রেীয় নতোদরে প্রত িপূর্নববিচেনার দাবী জানানো হয়।