নওগাঁর পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা
নওগাঁর পত্নীতলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে উক্ত মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার ফিতা কেটে উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চেধুরী বাবু, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাত রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্নাহ্ ঝর্না সহ অন্যান্য কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সূধীজন প্রমূখ। শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন