নওগাঁর পত্নীতলায় চোরাই টান্সফর্মারসহ আটক-১
নওগাঁর পত্নীতলায় উপজেলার গগণপুর এলাকায় গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিদ্যুতের লাইনের পোল থেকে টান্সফর্মার চুরির সময় গ্রামবাসী টের পেয়ে ৯৯৯ কল করলে পত্নীতলা থানা পুলিশের একটি টহলদল গ্রামবাসীসহ একজন চোরকে আটক করেছে।
পত্নীতলা থানা সুত্রে জানা গেছে, গগণপুর এলাকায় চোরেরা রাতের আধারে একটি বিদ্যুতের লাইনের পোল থেকে টান্সফর্মার চুরির জন্য কিছু লোক উঠলে এলাকাবাসী জানতে পেরে ৯৯৯ কল করে জানালে পত্নীতলা থানা পুলিশের একটি টহল দল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে টান্সফর্মারসহ একজন চোরকে আটক করে।
এসময় অন্য চোরেরা পালিয়ে যায়। আটককৃত রাব্বী হোসেন (২২) উপজেলার আমাইড় ইউপির কোতালী গ্রামের এজাবুল ইসলামের ছেলে।
এব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে পত্নীতলা থানায় বিদ্যুৎ আইন-২০১৮ ধারা ৩৫/৪১ এ একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৯,
অপরদিকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পত্নীতলা ইউপির বোরাম গ্রামের পূর্বপাড়ার শফিকুলের বাড়িতে ইটের প্রাচিরে সিঁধ কেটে একটি গাভী ও একটি বাচ্চি গরু চুরি করে নিয়ে যায় বলে বাড়ির মালিক শফিকুল জানায়।
একই রাতে নজিপুর-ধামইরহাট সড়কের আমিনাবাদ মোড়ের সন্নিকটে ডাকাতরা গাছ কেটে রাস্তায় গাড়ি আটকিয়ে ডাকাতি করার চেষ্টা করে বলের জানাগছে।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন