নওগাঁর পত্নীতলায় প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
নওগাঁর পত্নীতলায় প্রতারণা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
পত্নীতলার নজিপুর পৌরসভা ৫নং ওয়ার্ডের পুঁইয়া মোড় হতে বুধবার (২২ জুন) প্রথম প্রহরে প্রতারণা মামলার অভিযুক্ত ওই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ জুয়েল চৌধুরি (৩২) থানা ও জেলা সিরাজগঞ্জ কোবদাসপাড়া এলাকার আব্দুল করিম চৌধুরির পুত্র।
র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও কোম্পানি উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে অপারেশনাল দল অভিযানকালে ভূয়া নিয়োগ পত্র, মৌখিক পরীক্ষার ভূয়া প্রবেশ পত্র, নগদ অর্থ ও মোবাইল ফোন সহ হাতে নাতে আটক করে।
কোম্পানি অধিনায়ক মাসুদ রানা বলেন, অভিযুক্ত আসামী দীর্ঘদিন যাবত এসমস্ত কার্যকালাপ করে সাধারন মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন