নওগাঁর পত্নীতলায় ম্যাটস্ এর উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় মেডিকেল এ্যাসিট্যান্ট ট্রেনিং স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২ মার্চ বুধবার সকালে ম্যাটস্ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও আইন বিচার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান এমপি।

এসময় নওগাঁ জেলা সিভিল সার্জন আবুহেনা মোহাম্মাদ রায়হানুজ্জামান সরকার, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মেডিকেল এ্যাসিট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) হলো এক ধরনের বিশেষায়িত মেডিকেল ডিপ্লোমা স্কুল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ধরনের স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে থাকে। অনুমোদনের পরে সব ম্যাটস্ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদেও মাধ্যমে পরিচালিত হয়। স্থানীয় সচেতন সমাজ মনে করছেন ,উক্ত ম্যাটস্ শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা থাকায় পাশ্ববতর্ী উপজেলা/জেলা ও দূর দূরান্ত হতে ম্যাটস্ পড়তে আগ্রহী শিক্ষাথর্ীরা এখানে পড়তে আসবে।আরো এক ধাপ এগিয়ে যাবে নওগাঁর সীমান্তবতর্ী পত্নীতলা উপজেলা।