নওগাঁর পত্নীতলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/news-photo-patnitalanaogaon-3.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭২) অসুস্থতা জনিত কারনে বুধবার সকাল ৭টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
নিজ গ্রামে বাদ আসর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় তাঁকে গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, এক সন্তান এবং মুক্তিযুদ্ধের সহচর সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হৃদরোগ ও এ্যাজমা রোগে ভুগছিলেন।
তাঁকে র্গাড অব অনার প্রদান করেন পুলিশের একটি বিশেষ দল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম;বীর মুক্তি যোদ্ধা মোখলেছার রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ , ঘোষনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক , নজিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ,সদস্য আল কোরাইশ রকি, ধুমকেতু ফিল্ম সোসাইটি’র সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র “নওগাঁ ১৯৭১” ফিল্ম এর পরিচালক নাসরুল্লাহ রাসু প্রমূখ।
এসময় মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন