নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

“অধিকার, সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা হল রুমে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসরাত জাহান ছনি।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য, বাংলাদেশের বাংলাদেশের খবর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আবু রায়হান, এনটিভি অনলাইন প্রতিনিধি মিঠু হাসান, করতোয়া প্রতিনিধি এমদাদুল হক দুলু সহ আরো অনেকেই।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন