নওগাঁর বদলগাছীতে বৃক্ষ রোপন ও ৪ হাজার গাছ বিতরণ কর্মসূচি পালিত

আজকের চারা আগামী দিনের অক্সিজেন স্লোগানে নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন পতিত জায়গায় লাগানোর জন্য বিভিন্ন প্রজাতির ৪ হাজার টি গাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসমুহের সামনে, বিভিন্ন স্থাপনার পাশে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে, আশ্রয়ন প্রকল্পের জায়গাসহ বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষার্থী পূজা উদযাপন কমিটি, আদিবাসি সম্প্রদায়, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মাঝে উন্নত জাতের বিভিন্ন ফলজ গাছ যেমন, আম, জাম, কাঁঠাল, লিচু, জলপাই, পেয়ারা, বেল, কৃষ্ণচূড়া, মেহগনিসহ নানান প্রজাতির প্রায় ৪ হাজারটি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন, উপজেলা বন কর্মকর্তা মোঃ ময়েন উদ্দীন, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, কয়েকদিনে উপজেলার বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ৪ হাজার গাছ বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্ষাকাল জুড়ে আমাদের এ কার্যক্রম চলবে। রোপনকৃত চারা থেকে ৪০/৫০ ভাগও যদি বড় হয় তাতেও পরিবেশের লাভ ছাড়া ক্ষতি নাই। গাছ সকলের তথা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কারণ, আজকের গাছ আগামীর প্রজন্মকে অক্সিজেন, নির্মল বায়ুসহ আর্থিকভাবে সাবলম্বী করে তুলবে। সকলের প্রতি আহবান যেখানেই খালি জমি পান, একটি হলেও গাছ লাগান।

এ সময় সিএনজি ড্রাইভার, যাত্রী, বাজারে আসা লোকজনের মাঝেও গাছের চারা বিতরণ করতে দেখা যায়।