নওগাঁর মহাদেবপুরে কৃষক দলের আয়োজন সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে মাহে রমজানে সাধারণ সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ই মার্চ) বিকাল ৪.০০টায় মহাদেবপুর উপজেলা কৃষক দলের আয়োজনে মহাদেবপুর মডেল হাইস্কুল মাঠে এই সাধারন সভা দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু,নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এস এম সাহিদুজ্জামান সোহান, ও নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এ কে এম নমিনুল হক সানা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,দেশে ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও অঙ্গ-প্রতঙ্গ এখনো সক্রিয় রয়েছে। ফ্যাসিবাদের দোসররা এখনো সব জায়গায় রয়ে গেছে। এই দোসররাই দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে।সেই জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেন।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করেন। ।অনুষ্ঠানে কয়েক হাজার কৃষক দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।