নওগাঁর মান্দায় ইউপি সদস্যকে মারপিট করে জখম করেছে সন্ত্রাসীরা আহত-৪,

নওগাঁর মান্দা উপজেলারে বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের এস এম মোঃ- হান্নান হোসেন নামে এক ইউপি সদস্যকে মারপিট করে রক্তাক্ত ভাবে জখম করেছে সন্ত্রাসীরা এবং ইউপি সদস্যকে আগাতে গিয়ে ৪ জনকে সন্ত্রাসীরা মারপিট করে আহত করেছে বলে জানান গেছে।

এই সন্ত্রাসী কার্য্যকাপের অভিযোগ উঠেছে প্রতিবেশি কালাম কাজীর ছেলে রুবেল কাজী, রাজু কাজী,রানা কাজী,ময়ান কাজী ও আয়াজ কাজী বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ৯ টার সময় পারছিমলা বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানাযায়, রুবেল কাজী, রাজু কাজী,রানা কাজী,
ময়ান কাজী ও আয়াজ কাজী সঙ্গবধ্য হয়ে সন্ত্রাসী কায়দায় গতকাল মঙ্গলবার, প্রতিবেশী আনোয়ার হোসেনর কাছ থেকে ১ লক্ষ টাকা ধারদেনা নেয়, এই টাকা আনোয়ার হোসেন চাওয়া সন্ত্রাসী রুবেল আনোয়ার হোসেনকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে, এই বিষয়ে ইউপি সদস্য এস এম হান্নান হোসেন বিষয়টি মিমাংসা করতে যাওয়া সন্ত্রাসীরা ইউপি সদস্য হান্নান হোসেনকে মারপিট করে জখম করে। ইউপি সদস্য হান্নানকে আগাতে গিয়ে সন্ত্রাসীরা আরো ৪ জন ব্যাক্তি আনোয়ার হোসেন (৪২), মেছের আলী (৫০),হাফিজুর রহমান (৪৩) ও জিয়াউর রহমানকে মারপিট করে আহত করে।

স্থানীয় এলাকাবাসী তাদের কে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসার জন্য ভর্তি করেন। এর মধ্যে এক জনের অবস্থা অসংখ্য জনক হওয়া তাহাকে রাজশাহী মেডিকেল কলেজে হস্তান্তর করে।
স্থানীয় এলাকাবাসীরা অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। এই বিষয়ে অভিযুক্ত রুবেল কাজী, রাজু কাজী ও ময়ান কাজীর বাড়িতে গিয়ে তাদেরকে না পাওয়া তার মুঠোফন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ইউপি সদস্যেকে মারপিটের ঘটনায় একটি মামলা হয়েছে এবং ইউপি সদস্যকে মারপিট করার ঘটনায় সরেজমীনে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।