নওগাঁর মান্দায় গাছের সাথে এ কেমন শত্রুতা
নওগাঁর মান্দা উপজেলার তৈতুঁলিয়া ইউনিয়নের সিংঙ্গা গ্রামে ভায়ে ভায়ে পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির আমের ফল গাছ কেটে ফেলে শত্রুতার প্রতিশোধ নিয়েছে। জেলার মান্দা উপজেলার কৃষক রফিকুল ইসলামের বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় মহিলা রেখা বিবি জানান রফিকুল ইসলাম তার নিজ গাছের আম নামিয়ে ছোট ভাই আঃ জলিলের বাসায় দিতে গেলে আঃ জলিলের বউ আম না নিয়ে রফিকুল ইসলামকে অকৃতভাষা গালিগালাজ করে আম ফেরত দেয়।
এ সুযোগে রাতে রফিকুলের আম, ইউকালেটর পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক ফলের গাছ কেটে ফেলে। এ ঘটনায় রফিকুল ইসলাম মান্দা থানায় আঃ জলিল ও তার বউয়ের উপর একটি অভিযোগ দায়ের করেন। ক্ষতিগ্রস্থ্য রফিকুল ইসলাম ফল গাছগুলো কেটে ফেলেছে। আমি অনেক স্বাদ করে বিভিন্ন নার্সারী থেকে ফল ও ওষুধের গাছ সংগ্রহ করেছি। আমার অনেক ক্ষতি হয়ে গেলো। আমি এই গাছ হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে মান্দা থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সবার অগোচরে কাজটি করায়, তাদের চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন