নওগাঁর মান্দায় ভিত্তিহীন ও মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার ৯ নং তৈতুঁলিয়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোল্লা ও যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম সহ বি এন পির অন্যান নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রাম পুলিশ লাঞ্ছিত ঘটনার প্রকাশিত ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল ৪ টার সময় সাবাই বাজার তিন রাস্তার মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বি এন পির সভাপতি রেজাউল নবী হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন ৯ নং তৈতুঁলিয়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোল্লা, সহসভাপতি মোশারফ হোসেন, তুষার হোসেন।
সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, সহসাংগঠনিক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদল আঃহান্নান আজাহার হোসেন, বেলাল হোসেন সহ বি এন পির অঙ্গসংগঠনের নেতাকর্মী। বক্তরা বক্তব্যে বলেন গত ৪ জুলাই শুক্রবার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
যার উদ্বোধন অনুষ্ঠিত হয় তেঁতুলিয়া ডি.বি. উচ্চ বিদ্যালয় মাঠে। এ আয়োজন কে কেন্দ্র করে গাছ গুলো অনুষ্ঠান স্থলে নেওয়ার পথেও কলেজ রোড কাঠপট্রিতে পৌঁছার পর পর স্থানীয় ইউ.পি.এর কতিপয় গ্রাম পুলিশ গাছ বহন-কারী অটোরিকশাকে আটকিয়ে জোর পূর্বক চাঁদা ট্যাক্স এর টাকা দাবি করে।
এবং লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করে। অক্টো অটোচালক তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও শারিরীকভাবে লাঞ্চিত করে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন