নওগাঁর মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/10/IMG_20241029_141323-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর মান্দা উপজেলায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে পার-কালিকাপুর গ্রামে এই ঘটনা টি ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুবুজ হুসেন জানান, রাতের অন্ধকারে দক্ষিন পার-কালিকাপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য লাগানো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। মসজিদ উন্নয়নের জন্য এলাবাসীর উদ্যোগে গত ৩ মাস আগে সাড়ে ৩ শো পিস ইউক্যালিপ্টাস গাছ রোপণ করা হয়।
স্থানীয় বাসিন্দা মন্টু, আব্দুল মতিন, হাবিবুর রহমান ও নাজমুল সোহেল, জানায় ২৫ শতক জমিতে মসজিদ উন্নয়ন প্রকল্পের স্বার্থে বাগান করার জন্য সাড়ে ৩ শো পিচ ইউক্যালিপ্টাস গাছ গত ৩ মাস আগে রোপণ করে জমির চারে দিকে নেটের বেড়া দিয়ে ঘিরে রাখে।
সোমবার সকালে জানতে পারেন কে বা কাহারা রাতে সবগুলো গাছ উপড়ে, ভেঙ্গে ফেলেছে। এতে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষে মোঃ হাবিবুর রহমান নামে এক ব্যাক্তি মান্দা থানায় অজ্ঞাতদের নামে আজ মঙ্গলবার মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বেপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর রহমান বলেন, আমার হাতে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন