নওগাঁর মান্দার ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার এর পক্ষে থেকে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

নওগাঁর মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার এর পক্ষে থেকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়াকে বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল ৪ টার সময় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়। উক্ত ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার ও চকমকাদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাধন শিক্ষক মোঃ আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, সাবেক প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী,আজিবর রহমান, আবুল কালাম আজাদ, সামছদ্দিন মন্ডল,সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, মান্দস উপজেলার মানুষ খুবই আন্তরিক। স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব আপনাদের।
দায়িত্ব পালনকালে শিক্ষকরা বিভিন্ন কাজে যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন