নওগাঁর রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪ দোকানীকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
নওগাঁর রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪দোকানীকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার আবাদপুকুর বাজারের কাচুঁর মোড়ে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪জনকে ৫হাজার টাকা করে মোট ২০হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এসময় রাণীনগর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারী শামিনুর ইসলাম, কর্ম পরিষদের সদস্য হাফেজ মো: আব্দুল কাহার ও কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির রুকুনুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সোনা করাত কল, মুদি দোকান,হোমিও ওষুধের চেম্বার,সেলুনসহ ৫/৬টি দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
খবর পেয়ে উপজেলা জামায়াতের নেতত্বে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকানদার নজরুল ইসলাম, আব্দুর রশিদ, আক্তার হোসেন ও শ্রী দয়াল চন্দ্রকে ৫হাজার টাকা করে মোট ২০হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন